ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্টার কাবাবের ৪ কোটি ৬৩ লাখ টাকার কর ফাঁকি

প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৪ আগস্ট ২০১৬

স্টার কাবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিরুদ্ধে চার কোটি ৬৩ লাখ টাকার কর ফাঁকির সত্যতা পেয়েছে ভ্যাট গোয়েন্দারা। সম্প্রতি একই মালিকের অন্যান্য ১১ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কর ফাঁকির বিষয়টি হাতেনাতে ধরে গোয়েন্দারা। ভ্যাট গোয়েন্দাদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

starkabab

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিরুদ্ধে অনলাইনে প্রায় প্রতিদিনই কর ফাঁকির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর মধ্যে কাঁচা চালান ইস্যু, নীল চালান প্রদান, সাদা স্লিপ ইস্যু, পার্সেলে মূসক চালান না দেয়া ইত্যাদি অভিযোগগুলো একাধিক বৈঠক করে ভ্যাট গোয়েন্দারা পর্যালোচনা করেন। পরে শহরের স্টার কাবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিভিন্ন শাখায় গোয়েন্দারা অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান।

starkabab

ভ্যাট গোয়েন্দাদের নেতৃত্বে আটটি টিমে ঢাকাস্থ বিভিন্ন কমিশনারেটের ১৫০ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। অভিযানে এপিবিএন, এয়ারপোর্ট ইউনিট তাদের সহায়তা করে।

অভিযানে জব্দকৃত দলিলাদি পরীক্ষা করে মোট সুদসহ চার কোটি ৬৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করে প্রতিবেদনসহ মামলা দায়েরের জন্য পেশ করে গোয়েন্দারা।  

এমইউএইচ/এএইচ/পিআর