ঈদে রাজধানীকে নিরাপত্তা বলয়ে রাখা হবে
ঈদ উপলক্ষে রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
তবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নগরবাসীকেও ঘরের দরজা ও জানালা বন্ধের ক্ষেত্রে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘এ বছর ঈদে রাজধানী থেকে অন্তত ৫০ লাখ মানুষ ঢাকা ত্যাগ করবে। ফলে ঈদ পরবর্তী রবি অথবা সোমবার পর্ন্ত ঢাকা শহর ফাঁকা থাকবে। এ সময়ে যেন চুরি ও ডাকাতি না ঘটে সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
তিনি জানান, পাশাপাশি কমিউনিাটি পুলিশ, বাসা-বাড়ির নিরাপত্তা পাহারা আরও জোরদার করা হবে। তাদের সঙ্গে সংশ্লিষ্ট থানা পুলিশ সার্ক্ষণিক যোগাযোগ রাখবে। যেন কোনো চুরি বা ডাকাতির ঘটনা ঘটলে প্রতিরোধ করা যায়।
যুগ্ম-কমিশনার বলেন, ‘প্রতিবছরই ঈদে রাজধানীতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটে। বিগত বছরের তুলনায় গত ঈদে তা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।’
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা