কারাবন্দীদের উৎপাদনশীল কাজে লাগানো নির্দেশ প্রধানমন্ত্রীর
কারাবন্দীরা যেন বসে না থেকে উৎপাদনশীল কাজে মনোনিবেশ করতে পারে এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, তাদের উৎপাদনশীল কাজে প্রশিক্ষন দিতে হবে, যাতে জেলখানা থেকে বের হয়ে তারা কিছু করতে পারেন। এছাড়া জেলখানায় নিজেদের তৈরি পণ্য বিক্রির অংশ তারা যেন পায় তা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে জেল কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এছাড়া বিটুমিনের পরিবর্তে কংক্রিটের রাস্তা নির্মাণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, স্লাব ভিত্তিক কংক্রিটের রাস্তা তৈরি করতে হবে। বিটুমিনের রাস্তা তৈরি করলে সামান্য বৃষ্টিতেই নষ্ট হয়ে যায়। এতে জনগনের ভোগান্তি ও রাস্তা পুন:নির্মাণে ব্যয় বাড়ে।
এমএ/এমএমজেড/পিআর