ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৪

প্রকাশিত: ০৪:২৮ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

রাজধানীর মেরুল বাড্ডা এলাকা অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে বাড্ডা থানাধীন মেরুল মৎস্য আড়তের বিপরীত দিক থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করেছে পুলিশ।

আটকরা হলেন- মো. পাবেল চৌধুরী, মো. ফারহান আব্দুল্লাহ ওরফে ফালান, মো. হৃদয় সরকার আশিক ও মো. বাহার।

বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মাসুদুর রহমান। তিনি জানান, ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য (পূর্ব) বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন একটি দল  গোপন সংবাদে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী মেরুন রংয়ের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩৫-৬১৫৪) যোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ সায়েদাবাদ থেকে বাড্ডার দিকে রওয়ানা হয়েছে।

এ মন সংবাদের ভিত্তিতে বাড্ডার মেরুল মৎস্য আড়তের বিপরীত এলাকায় রাত ৮ টা ১০মিনিটে প্রাইভেটকারটি রামপুরা ব্রিজ অতিক্রম করার সময় আটক করে ডিবি পুলিশ। এসময় চার মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

পরে প্রাইভেটকারটি তল্লাশি করে সামনের দুই সিটের মধ্যবর্তী স্থান হতে একটি প্লাস্টিক ব্যাগে রক্ষিত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে।

এ ঘটনায় বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান।

জেইউ/বিএ/আরএস