নিরাপত্তার জন্য বিজিবি চেয়ে ডিএমপির চিঠি!
রাজধানীবাসীর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পুলিশ সদস্যের বাইরে বিজিবি মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি ইস্যু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকাবাসীর জানমাল নিরাপদ রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের অনুরোধ করে ওই চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, জনগণের জানমাল নিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে চিঠির মাধ্যমে ১০ প্লাটুন বিজিবি মোতায়নের অনুরোধ জানানো হয়।
সম্প্রতি ডিএমপির কমিশনারের কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণা্লয় বরাবর বিজিবি মোতায়েন দাবি করে পত্রটি পাঠানো হয়। সংশ্লিষ্ট্র সূত্রটি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাওয়ার পর বিজিবিকে প্রয়োজনী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে রাতে কথা হয় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের সাথে। তিনি জাগোনিউজকে বলেন, জন নিরাপত্তার স্বার্থে যেকোনো প্রশাসক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিবি হেডকোয়ার্টারে আবেদন জানাতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্ট স্থানে বিজিবি মোতায়েন করা হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুয়াযী দু’দফায় ১৫/২০ প্লাটুন বিজিবি ডিএমপি এলাকায় মোতায়েন রাখা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর বিজিবি মোতায়েন করা থাকছে। এছাড়া ১০ প্লাটুন বিজিবি সদস্য ‘স্ট্যান্ড বাই’ রাখা হয়েছে। যে কোনো প্রয়োজনে তাদেরকেও মাঠে নামানো হবে।
সারাদেশে বিজিবি সদস্য মোতায়েনের কোনো আবেদন রয়েছে কিনা জানতে চাইলে বিজিবি প্রধান বলেন, সারাদেশে বিজিবি মোতায়েনের মতো পরিস্থিতি তৈরি হয়নি। সে রকমের নির্দেশনাও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের কাছে আসে নি। তবে সারাদেশে বিজিবি মোতায়েনের বিষয়টি প্রস্তুতি সাপেক্ষ ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ সদর দফতর সূ্ত্রেও রাজনৈতিক পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জেইউ/এমএএস