৫০০০-এর অধিক বন্দী স্থানান্তর
কেরানীগঞ্জের নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুক্রবার সকাল থেকে বন্দি স্থানান্তর শুরু হয়েছে। এদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৫০০০ এর অধিক বন্দীকে স্থানান্তর করা হয়েছে। অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানান্তর প্রক্রিয়া চলবে সূর্যাস্ত পর্যন্ত।
এর আগে শুক্রবার সকাল থেকে শুরু হয় বন্দি স্থানান্তর। সকালের সূর্যোদয়ের পরপরই সাড়ে ৬টা থেকে বন্দি স্থানান্তর শুরু হয়। সন্ধ্যার আগেই ৬ হাজার ৪০০ বন্দির সকলকেই স্থানান্তর করা যাবে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হাসান।
এদিকে বন্দি স্থানান্তরকে কেন্দ্র করে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের চারদিকের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। কারাগার এলাকায় প্রবেশের চারদিকের পথ অর্থাৎ চানখারপুল, বংশাল, চকবাজার, বেগমবাজারের সড়ক থেকে কারাগারের দিকে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ পথচারীদেরও এই পথগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।
এআর/জেএইচ/এমএস