দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটি দাবি হিন্দু মহাজোটের
আসন্ন দুর্গাপূজার সরকারি ছুটি ১ দিনের পরিবর্তে ৩ দিন করাসহ হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় ৭ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছে।
সংবাদ সম্মেলনে দুর্গাপূজায় ৩ দিন ও রথযাত্রায় ১দিনের ছুটি, সরকারি চাকরিতে ২০% কোটা, জাতীয় সংসদে ৬০ টি সংরক্ষিত আসন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, হিন্দু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তায় কমিশন গঠনসহ হিন্দু বিবাহ আইন বাতিলের দাবি জানানো হয়।
এসব দাবি না মানলে আগামী সেপ্টেম্বরে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দ।
বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী সভাপতি সুকৃতি কুমার মন্ডল প্রমুখ।
এইউএ/এমএমজেড/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ জামুকা-মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- ২ শাহজালালে লাউঞ্জ চালু করায় প্রশংসা করলেন বিমান উপদেষ্টা
- ৩ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ৪ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৫ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা