নিহত ৭ জঙ্গির পরিচয় মিলেছে
রাজধানী কল্যাণপুরে জঙ্গি বিরোধী অভিযান ‘অপারেশন স্টর্ম-২৬’ এ নিহত ৯ জঙ্গির মধ্যে ৭ জনের পরিচয় মিলেছে।
তাদের জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত আঙুলের ছাপের সঙ্গে ওই ৭ জঙ্গির ফিঙ্গার প্রিন্টের মিল পাওয়া গেছে।
এই ৭ জন হলো- জোবায়ের হোসেন, সাজাদ রউফ অর্ক ওরফে মরক্কো, আব্দুল্লাহ, আবু হাকিম নাঈম, তাজ উল হক রাশিক, আকিফুজ্জামান ও মতিয়ার রহমান। নির্বাচন কমিশনে দেয়া তথ্য অনুযায়ী কথিত ৭ জঙ্গির পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা নিম্নে দেয়া হল।
১. আব্দুল্লাহ, পিতা- মো. সোহরাব আলী, মাতা- মোসলেমা খাতুন, গ্রাম- ভল্লবপুর , থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর, এনআইডি-২৭২০৪৯০০০০৩০, জন্ম তারিখ- ১৫-০১-১৯৯৩।
২. আবু হাকিম নাইম, পিতা- নুরুল ইসলাম, মাতা- হালিমা, গ্রাম- কুয়াকাটা, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালী, এনআইডি-৭৮১১০৩০০০৩৬৯
জন্ম তারিখ- ১৫-০১-১৯৮৩।
৩. তাজ-উল-হক রাশিক, পিতা- রবিউল হক, মাতা- জাহানারা বেগম, ওয়ার্ড নং-১৫; বাসা-৭২, রোড- ১১/এ, ধানমন্ডি, ঢাকা। এনআইডি-২৬১৩৫০০০০৩৯৭, জন্ম তারিখ- ০৫-১২-১৯৯১।
৪. আকিফুজ্জামান খান, পিতা- সাইফুজ্জামান খান, মাতা- শাহানাজ নাহার, বাসা- ২৫, রোড-১০ গুলশান, ঢাকা। এনআইডি-২৬১১০৬০০১০০৬
জন্ম তারিখ- ১১-০৯-১৯৯২।
৬. সাজাদ রউফ ওরফে অর্ক, পিতা- তৌহিদ রউফ স্থায়ী ও বর্তমান ঠিকানা- ৬২ পার্ক রোড, বাসা নং-৩০৪, রোড নং-১০, ব্লক-সি, ফ্ল্যাট নং-০৯, বসুন্ধরা আবাসিক এলাকা, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা। পাসপোর্ট নং- ৪৭৬১৪৫৯৯২ (যুক্তরাষ্ট্রের নাগরিক)। এনআইডি-২৬২১৮৬০০০৫৩৬
জন্ম তারিখ- ০৬-০২-১৯৯২।
৭. মো. মতিয়ার রহমান, পিতা- নাসির উদ্দিন সরদার, মাতা- খাইরুন্নেসা, গ্রাম- ওমরপুর, থানা- তালা, জেলা- সাতক্ষীরা। এনআইডি-৮৭০১৮১০০০০০৩, জন্ম তারিখ- ০১-০১-১৯৯২।
৮. মো. জোবায়ের হোসেন (২০), পিতা- আব্দুল কাইয়ুম, মাতা- আয়েরা বেগম, গ্রাম- পশ্চিম মাইজদী আব্দুল্লাহ মেম্বারের বাড়ি, থানা, সুধারাম, জেলা- নোয়াখালী। এনআইডি-৭৫০৯৮১০০০৪৭৯, জন্ম তারিখ- ০১-০১-১৯৯৬।
এখানে উল্লেখ্য যে, ছবির ক্রমিক নং ৫ ও ৯ এর পরিচয় জানা যায়নি। বাকি দু`জনের তথ্য চেয়েছে ঢাকা মহানগর পুলিশ। পাশাপাশি কোনো পরিবারের সদস্যের সঙ্গে নিহত বাকি দু`জনের ছবির মিল পেলে ডিএমপিকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারি কমিশনার এএসএম হাফিজুর রহমান জানান, নির্বাচন কমিশনের দেয়া ছবির সঙ্গে তাদের মিল রয়েছে। সে অনুযায়ী পরিচয় তুলে ধরা হয়েছে। বাকি দু`জনের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়।
জেইউ/এসএইচএস/এবিএস