কল্যাণপুরে নিহত ৩ জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে পরিবার
রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। মরদেহ নিতে তাদের পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করায় তাদের পরিচয় মিলেছে।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।
তিনি বলেন, নিহতদের পরিচয় জানতে ডিএমপির ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ডিএমপি নিউজে ছবি দেয়া হয়েছিল। এ পর্যন্ত চট্টগ্রাম, নোয়াখালী এবং ঢাকা থেকে তিনজনের পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের পরিবার দাবি করেছে, তাদের কারো সঙ্গে ছয় মাস, কারো সঙ্গে চার মাস ধরে পরিবারের কোনো যোগাযোগ ছিল না।
মরদেহ হস্তান্তরের বিষয়ে মাসুদুর রহমান বলেন, আমরা তাদের পরিবারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মরদেহ দেখাবো। তারা শনাক্ত করলে আদালতের কাছে ডিএনএ টেস্টের আবেদন করা হবে। অনুমতি মিললে নিহত এবং তাদের পরিবার, আত্মীয়স্বজনের ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা হবে।
নিহত তিনজনের সম্ভাব্য নাম-পরিচয়:
১। হাসান জোবায়ের। পিতার নাম- আব্দুল কাইয়ুম। ঠিকানা- নোয়াখালী সদরের পশ্চিম মাইজদী এলাকা।
২। সাব্বিরুল হক। পিতা- আজিজুল হক। ঠিকানা- চট্টগ্রামের আনোয়ারা থানা, বুরুংছড়া গ্রামের ফুলগাজী পাড়া। পরিচয়- চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ৬ (ষষ্ঠ) সেমিস্টারের ছাত্র।
৩। মো. সাজ্জাদ রউফ ওরফে সেজাদ রউফ ওরফে অর্ক ওরফে মরক্কো। পিতা- তৌহিদ রউফ। বর্তমান ঠিকানা- ব্লক-সি, রোড-১০, বাড়ি-৩০৪, বসুন্ধরা আবাসিক এলাকা। স্থায়ী ঠিকানা- মানিকগঞ্জ সদরের পশ্চিম সেউতা।
এআর/একে/পিআর