ময়মনসিংহে নৌকাডুবে ৫ জনের মৃত্যু
ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নৌকাডুবিতে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
নিহতরা হলেন- সাজেদা বেগম (২৫), সুমি আক্তার (১২), রিনা (১৮), সাহেরা (২৮) ও রওশন আরা (২০)। তাদের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেট গ্রামে।
ফুলবাড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বাজারে সাড়ে চার হাজার দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। চাল নিয়ে দুপুরের দিকে বাড়ি ফেরার পথে বাবুগঞ্জ বাজার থেকে বাবুলের বাজার যাওয়ার সময় অতিরিক্ত যাত্রী নিয়ে বিল পার হতে গিয়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় কিছু যাত্রী নদী সাঁতরে পার হয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করে। আহত কয়েকজনকে হাসপাতালে নেয়ার পথে রওশন আরা (২০) নামে আরও একজন মারা যায়।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।
সর্বশেষ - জাতীয়
- ১ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ২ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৩ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৪ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৫ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’