কল্যাণপুরে জঙ্গি আস্তানার সন্ধান, গোলাগুলি
রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের একটি বাড়ির ওই আস্তানায় পুলিশ অভিযান চালালে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জঙ্গিরা `নারায়ে তাকবির` ও `আল্লাহু আকবর` বলে পুলিশের উপর গুলি চালাতে শুরু করে। এসময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের বাসায় তল্লাশি চলছে বলেও জানা গেছে।
এ ঘটনায় হাসান (২০) নামে স্থানীয় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। গোলাগুলির সময় তিনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বলে জানা গেছে।
হাসানের মাথায় ও পায়ে গুলি লাগে। তাকে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে। ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব বলেন, রাত দেড়টার দিকে ৫ নম্বর সড়কের একটি বাড়ি থেকে `ইসলামের শত্রু নিপাত যাক, আল্লাহু আকবর নারায়ে তাকবির` বলে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। সকালে অভিযান চালানো হবে।
এআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক