ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সুপ্রিমকোর্টের টয়লেটে গুলিভর্তি পিস্তুল

প্রকাশিত: ০২:৫৫ এএম, ১২ জানুয়ারি ২০১৫

সুপ্রিমকোর্ট বার ভবনের তৃতীয় তলার অলিম্পিয়া রেস্টুরেন্টের পাশের একটি পাবলিক টয়লেট থেকে গুলিভর্তি একটি পিস্তলটি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, আওয়ামী লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার সেকেন্দার আলীর হারিয়ে যাওয়া পিস্তল এটি।

রোববার সন্ধ্যা ৬টায় পিস্তুলটি উদ্ধার করা হয়। আইনজীবী সমিতির সুপার দীনেশ চন্দ্র দাসের কাছে সন্ধ্যায় এক ব্যক্তি এসে টয়লেটে পিস্তল দেখার কথা জানান। পরে দীনেশ পুলিশকে বিষয়টি জানান।

সুপ্রিমকোর্ট এলাকায় দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক শেখ সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে টয়লেটের কাছে গিয়ে এই পিস্তলটি উদ্ধার করে।

তিনি বলেন, ওই পিস্তল ও গুলির মালিক ঢাকার ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সেকেন্দার আলীর। গত ৩ জানুয়ারি অলিম্পিয়া রেস্টুরেন্টের পাশের একটি টয়লেটে প্রাকৃতিক কাজ সাড়তে যান তিনি। এ সময় তিনি পিস্তলটি টয়লেটের জানালায় রেখে দেন। কিন্তু প্রাকৃতিক কাজ শেষ করার ১০ মিনিট পর জানালায় রেখে দেয়া পিস্তলটি হারিয়ে যায়।

সিরাজুল ইসলাম বলেন, পিস্তল হারিয়ে যাওয়ার পর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছিলেন তিনি। আজকে যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সে পিস্তলের নম্বর ও সেকেন্দারের দায়ের করা মামলায় উল্লেখিত পিস্তলের নম্বর একই। এতেই নিশ্চিত হওয়া যায় পিস্তলটি সেকেন্দারের।

এর আগে রোববার দুপুর পৌনে ৩টার দিকে সুপ্রিমকোর্টের অ্যানেক্স ভবনের ৯ নম্বর কোর্টের ভেতর থেকে একটি বোমা উদ্ধার করে পুলিশ। এরপর বিকেল ৫টার দিকে অ্যানেক্স ভবনের ১৭ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয় বোমাসদৃশ দুটি বস্তু।