থালা বাটি কম্বল শূন্য হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার
‘জেলখানার সম্বল, থালা বাটি কম্বল’। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেই থালা বাটি কম্বলের সংখ্যা প্রতিদিনই কমছে।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে থালা, বাটি ও কম্বল ছাড়াও পুরোনো দলিল দস্তাবেজ সরিয়ে নেয়া হচ্ছে।
বর্তমান নাজিমউদ্দিন রোডের শতবর্ষের পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের নতুন কারাগারে স্থানান্তরের অংশ হিসেবে ট্রাক ভর্তি করে বিভিন্ন মালামাল সরিয়ে নেয়ার কার্যক্রম চলছে।
কারা অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, শতবর্ষের পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দী, আসামি ও কয়েদিদের আগামী ২৯ ও ৩০ জুলাই কেরানীগঞ্জের নতুন কারাগারে স্থানান্তর করা হবে।
বন্দী স্থানান্তরের আগে কয়েকদিন যাবত কারাগার থেকে অতিরিক্ত মজুদকৃত থালা, বাটি, কম্বল ও পুরোনো দলিল দস্তাবেজ ও আসবাবপত্র স্থানান্তরের কার্যক্রম চলছে।
কেন্দ্রীয় কারাগার থেকে প্রতিদিন ট্রাক ভর্তি করে নেয়া হচ্ছে কেরানীগঞ্জের নতুন কারাগারে। ইতিমধ্যেই বেশ কিছু কারা কর্মকর্তা ও কর্মচারীকে কেরানীগঞ্জে পাঠিয়ে নতুন কারাগারে মালামাল বুঝে রাখার দায়িত্ব প্রদান করা হয়। তারা ট্রাকযোগে পাঠানো মালামাল তালিকার সঙ্গে মিলিয়ে বুঝে রাখছেন।
কারা কর্মকর্তারা জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি স্থানান্তরের দিনক্ষণ নিশ্চিত (২৯ ও ৩০ জুলাই) হওয়ার পর থেকেই মালামাল সরানো শুরু হয়।
এ ব্যাপারে জানতে চাইলে কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ৮/১০দিন যাবত পুরোনো দলিল দস্তাবেজ, আসবাবপত্র ও থালা, বাটি ও কম্বল স্থানান্তরের কার্যক্রম চলছে।
এমইউ/একে