চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইন তুলে নেয়ায় মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি ও ইঞ্জিনের ৬টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার ভোর পৌনে ৫টায় নাঙ্গলকোট রেল স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসাইন জানান, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোর ৫টার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পৌঁছায়। এসময় একটি বগির ২টি চাকা এবং ইঞ্জিনের ৪ চাকা মোট ৬টি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি ঘটনাস্থলেই থেমে যায়।
স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসাইন বলেন, ‘নাশকাতার উদ্দেশ্যে কেউ রেললাইন তুলে ফেলায় এদুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি কোনো বড়ধরনের দুর্ঘটনা নয়। এঘটনায় কেউ হতাহত হয়নি।
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি