ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন

প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা চলমান অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে ঢিলেঢালাভাবে অবরোধ পালিত হলেও দুপুরের বেশ কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।

সর্বশেষ রাজধানীর মতিঝিল থানা গলিতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর পৌনে দুইটার দিকে মতিঝিল থানার বাফুফে ভবনের সামনে একটি থামানো বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

মতিঝিল থানার ওসি ফরমান আলী বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ নিয়ে বৃহস্পতিবার মতিঝিল এলাকায় দুইটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল। এর আগে বৃহস্পতিবার সকালেও মতিঝিল শাপলা চত্বর এলাকায় একটি যাত্রীবাহী আগুন দেয় দুর্বুত্তরা।

এছাড়া দুপুরে বনশ্রী এলাকায় রবরব পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খিলগাও থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সিটি কলেজের সামনে গাড়ি ভাংচুর করেছে অবরোধ সমর্থনকারীরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ওই এলাকায় গাড়িতে ভাংচুর চালায়। এ ঘটনায় ওই এলাকার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে কিছু সময় যানজটের সৃষ্টি হয়।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া নিউমার্কেট এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।