রিজেন্ট এয়ারের বকেয়া ৫৫ কোটি টাকা
বেসরকারি এয়ারলাইন্স রিজেন্টের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৫৫ কোটি টাকা। পাওনা আদায়ে বেবিচক বারবার তাগাদা দিলেও বিষয়টি কানে তুলছে না রিজেন্ট কর্তৃপক্ষ। বেবিচক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অর্থের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেবিচক।সরকারি বেসরকারি এয়ারলাইন্সের কাছে মোটা অংক পাওনা থাকার পরও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরকারি বরাদ্দ অথবা দাতা সংস্থার দিকে তাকিয়ে থাকতে হয় প্রতিষ্ঠানটিকে। তাই পাওনা আদায়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। আগামী সপ্তাহে রিজেন্টকে বকেয়া পরিশোধে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে সূত্র।
এ বিষয়ে জানতে চাইলে বেবিচকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী জাগো নিউজকে বলেন, শুধু রিজেন্টই নয়, এয়ারলাইন্সগুলোর কাছে সবমিলে তিন হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে। এ নিয়ে দেনদরবার করেও সুরাহা হচ্ছে না। তবে দুটি এয়ারলাইন্স কিছু দেনা পরিশোধ করেছে। যারা দেয়নি রিজেন্টসহ তাদের আগামী সাপ্তাহে চিঠি পাঠানো হবে।
এ বিষয়ে রিজেন্ট এয়ারের চীফ অপারেটিং অফিসার আশীশ রায় চৌধুরী বলেন, সিভিল এভিয়েশনের পাওনা ৫৫ কোটি নয়। মাত্রাতিরিক্ত সারচার্জ যোগ করায় এই পরিমান তিনগুণ হয়েছে। এই ভরাসাম্যহীনতা দূর করা দরকার।
উল্লেখ্য, বেবিচকের নতুন নতুন ব্যয়ের খাত সৃষ্টি হওয়ায় রাজস্ব ও উন্নয়ন ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। এর মধ্যে ২০১১ সাল থেকে জাতীয় রাজস্ব বোর্ডের আয়করের আওতায় এসেছে। প্রতি বছর এনবিআরকে তাদের প্রায় ১৮০ কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে। ইতোপূর্বে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত এনবিআরের রাজস্ব বকেয়া পড়েছে ৬০০ কোটি টাকার বেশি।
আরএম/এএইচ/পিআর