ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৩ জুলাই ২০১৬

রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম। বুধবার বিকেলে বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, সাক্ষাতে বিদায়ী হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতিও পাকিস্তানি হাইকমিশনারকে ধন্যবাদ জানান।  

এইচএস/এমএস