ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি ঘোষণা করেছে স্বাশিপ

প্রকাশিত: ১১:২৪ এএম, ১২ জুলাই ২০১৬

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী সভা-সমাবেশ, গণস্বাক্ষর, উঠান বৈঠক, মতবিনিময়, শ্রেণিকক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদের সর্বনাশা কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানাতে কর্মসূচি ঘোষণা করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ওই কর্মসূচি ঘোষণা করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক এবং শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধর্মান্ধ সাম্প্রাদায়িক অপশক্তি এবং তাদের এ দেশীয় ও বিদেশি প্রভুদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার জন্য সমগ্র শ্রেণি পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়। সম্মেলনে পক্ষের সকলকে একতাবদ্ধ হয়ে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশের ঐতিহ্য ও ভাবমূর্তি রক্ষার আহবান জানানো হয়। এ লক্ষে স্বাশিপ কর্তৃক মাসব্যাপি কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপি ১৬ জুলাই উপজেলা, ১৯ জুলাই জেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ এবং ২৩ জুলাই বিভাগীয় শহরে সমাবেশ।

এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর প্রথম পাঁচ মিনিট সাম্প্রাদায়িকতা ও জঙ্গিবাদের সর্বনাশা কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিতকরণ; ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ, গ্রাম-পাড়া-মহল্লায় উঠান বৈঠক, সন্ত্রাসবিরোধী স্বাক্ষর সংগ্রহ এবং এ বিষয়ে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচির সহায়ক ভূমিকা পালনের ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অধ্যক্ষ মো. সাজিদুল ইসলাম, অধ্যক্ষ শাহাদাৎ হোসেন রানা, সাইদুর রহমান পান্না, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, ওবায়দুর রহমান, ওয়াহিদুজ্জামান মিয়া, মন্তাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ সামসুল আলম, অধ্যক্ষ দিলারা ইসলাম, উপাধ্যক্ষ মোশারফ হোসেন, অধ্যক্ষ এ,কে,এম মোকছেদুর রহমান, হাবিবুর রহমান, মামুনুর রশিদ এবং আকলিমা জাহান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচএস/এসএইচএস/এমএস