তারেকের বক্তব্য প্রচার না করার বিষয়ে রিট
তারেক রহমানের বক্তব্যসহ পলাতক আসামিদের বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচার না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। মঙ্গলবার আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দাখিল করেন।
বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টর একটি ডিভিশন বেঞ্চে বিষয়টির ওপর বুধবার শুনানি হতে পারে বলে জাসিয়েছেন আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা। তারেক রহমান ও তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা বলেন, একজন ফেরারি আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার হতে পারে না। ফেরারী আসামির বক্তব্য প্রচারযোগ্য নয়। পলাতক তারেক রহমানের বক্তব্য জাতির বিবেক ও মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে। পালাতক আসামিদের বক্তব্য প্রচার না করতে রিটে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। -বাসস
সর্বশেষ - জাতীয়
- ১ শাহজালালে লাউঞ্জ চালু করায় প্রশংসা করলেন বিমান উপদেষ্টা
- ২ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ৩ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৪ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা
- ৫ মনোনয়ন বাণিজ্যে নষ্ট হচ্ছে এমপিদের চরিত্র: সাবেক সিইসি