ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঈদ যাত্রায় বৃষ্টি ভোগান্তি

প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৫ জুলাই ২০১৬

পশ্চিম আকাশে আজ (মঙ্গলবার) চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদুল ফিতর। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারাদেশের আকাশ মেঘলা। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

এরই মধ্যে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পানে ছুটে চলেছেন রাজধানীবাসী। নাড়ির টানে বাড়ি ফিরতে গিয়ে পথে পথে বৃষ্টি ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। বাসা থেকে স্টেশন আসতে বাড়তি ভাড়া আর ট্রেন ছাড়তে বিলম্ব, সব জায়গায়ই ভোগান্তি।

মঙ্গলবার কমলাপুরে যেয়ে দেখা গেছে নির্দিষ্ট সময়ে ট্রেন ধরতে যাত্রীরা বৃষ্টিতে ভিজে ভিজে স্টেশনে আসছেন। অনেকে বৃষ্টিতে না ভিজে অপেক্ষা করছেন।

ঈদের ছুটিতে বাড়ি যাবেন বেসরকারি চাকরিজীবী আসলাম মিয়া। খিলগাঁও থেকে আসা এ যাত্রী বলেন, ‘আমার গ্রামের বাড়ি সিলেট। কাকলী এক্সপ্রেসে যাবো, বিকাল ৪টায় ট্রেন ছাড়ার কথা। তাই আধা ঘণ্টা আগেই স্টেশনে এসেছি। বৃষ্টিতে জিনিসপত্র ভিজে গেছে। খিলগাঁও থেকে রিকশায় এসেছি বাড়তি বাড়া দিয়ে। এখন সময় মত বাড়ি পৌঁছাতে পারলেই হয়।’

rel 

জামালপুরের যাত্রী আসমা আক্তার বলেন, ‘বৃষ্টির কারণে তো বসে থাকা যাবে না। ট্রেন ছেড়ে দিলে তখন কি করবো? তাই বৃষ্টির মধ্যেই চলে এসেছি। ফার্মগেট থেকে সর্বোচ্চ দেড়শ টাকার সিএনজি ভাড়া ২৭০ টাকা দিয়ে কমলাপুর আসলাম। কিছুই করার নেই।’    

রাজশাহীর যাত্রী জয়নাল বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করে দুইটার সময় কমলাপুর স্টেশনে এসেছি। সিল্ক সিটি ২টা ৪০ মিনিটে ছাড়ার কথা। এখন বলছে ৪টা ৩৫ মিনিট ছাড়বে। প্রায় দুই ঘণ্টা বসে আছি। বৃষ্টিতে ভিজে স্টেশন এসে লাভ হলো কি?  আর কখন যে ট্রেন ছাড়বে তাও জানি না।’  

এসআই/এমএমজেড/এমএস

আরও পড়ুন