ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সীমান্ত সম্মেলন : বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে

প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৫ জানুয়ারি ২০১৫

যৌথ সীমান্ত সম্মেলনে যোগ দিতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ৪০ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ভারতের গিয়েছেন। সোমবার বিকেলে তারা ভারতের চ্যাংরাবান্ধা বন্দরে পৌছান।

এ সময় ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা প্রশাসক রনজিৎ কুমার ঝাঁ ও কুচবিহার ৬১ বিএসএফ ব্যাটলিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন চেতারাম রায় ফুল ভারতের চ্যাংরাবান্ধা বন্দরে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান।

জানা গেছে, দু’দিনের এ বৈঠক ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংয়ে অনুষ্ঠিত হবে। ভারত-বাংলাদেশ যৌথ সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর।

প্রতিনিধি দলে আরো আছেন- নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, রংপুর ৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মোহাম্মদ সালাউদ্দিন, রংপুর কাস্টমসের যুগ্ম-কমিশনার কামরুজ্জামান, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সরকার, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতী। কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তার হোসাইন আজাদ, পুলিশ সুপার তবারক উল্ল্যাহ, কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন, পঞ্চগড় জেলা প্রশাসক সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল আলম, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহেদ, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরি, ঠাঁকুরগাও ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস, দিনাজপুর জেলা প্রশাসক আহম্মেদ শামীম আল রাজী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম, পুলিশ সুপার রুহুল আমীন, দিনাজপুর ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালিদ হাসান, জয়পুরহাট জেলা প্রশাসক আব্দুর রহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতীন কুমার কুন্ডু, পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক, জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার, নওগাঁ জেলা প্রশাসক এনামুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদী আল শাহিদ, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খাঁন ও নওগাঁ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান।

এ ছাড়া বাংলাদেশ ভূমি জরিপ অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত সহকারী জরিপ কর্মকর্তা ফেরদৌস হোসেন, সহকারী পরিচালক আতাউর রহমান মোড়ল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ফজলুর রহমান ও একই অধিদফতরের বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক নাজমুল কবীর রয়েছেন। -বাসস