ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘আমি রবিউলের কাছে যেতে চাই’

প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০১ জুলাই ২০১৬

‘আমি রবিউলের কাছে যেতে চাই, আমি রবিউলের কাছে যেতে চাই’ বলে আবেগঘন কণ্ঠে বার বার কথাটি বলছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলামের শ্বশুর শাজাহান।
 
শুক্রবার রাতে গণমাধ্যমে খবর দেখে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। শাজাহান সঙ্গে করে নিয়ে আসেন এক ভাতিজা নাম করিম।
 
ঘটনাস্থলে এসেই মেয়ের জামাইকে দেখার জন্য ছুটে যেতে চান দুর্বৃত্তদের অস্ত্রের মুখে জিম্মি থাকা হোটেলের দিকে।
 
শাজাহান জানেন না রবিউল ইসলাম আর নেই। হোটেলের দিকে ছুটে যেতে চাইলে পুলিশ থাকে থামিয়ে দেন।
 
পরে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। গাড়িতে বসেই শাজাহান বলতে থাকেন, ‘আমি শুনেছি রবিউলের বুকে গুলি লাগছে। আমি রবিউলের কাছে যেতে চাই।

রবিউলের শ্বশুর জানেন না যে, রবিউল আর বেঁচে নেই। তিনি শুধু জানেন তিনি (রবিউল) গুলি খেয়েছে।’
 
এআর/একে

আরও পড়ুন