ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আলোচনার মাধ্যমে জিম্মিদের উদ্ধার করতে চান র‌্যাব মহাপরিচালক

প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০১ জুলাই ২০১৬

গুলশান-২ এলাকার হলি আর্টিজান বেকারিতে জিম্মি হয়ে পড়াদের মধ্যে আনুমানিক ২০ জনই বিদেশি রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আট থেকে ১০ জন যুবক অতর্কিতে আর্টিজানে ​ঢুকে পড়ে। ঢুকেই তারা কয়েকটি ফাঁকা গুলি করে। তখন ভেতরে ২০ জনের মতো বিদেশি না​গরিক ছিলেন।

জিম্মিকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।

তিনি বলেছেন, রেস্টুরেন্টে দেশি-বিদেশি বেশকিছু সংখ্যক মানুষ খেতে এসেছিলেন। দুর্বৃত্তরা তাদের জিম্মি করেছে। আমাদের কাছে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। এখন আমরা ওদের সঙ্গে কথা বলে তাদের কি সমস্যা, তারা কি চাচ্ছে তা জেনে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

তিনি জানান, গণমাধ্যমকে নিয়মিত ব্রিফ করে সব কিছু জানানো হবে। রাষ্ট্রীয় স্বার্থে অযথা জনমনে আতঙ্ক সৃষ্টি না করতে তিনি সকলকে আহ্বান জানান।

রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গুলশান ৭৯ নম্বর রোডে  ঘটনাস্থল ‘ও কিচেন’ এর অদূরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জেইউ/একে