ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দায়িত্ব পালনকালে নিহত ও আহত পুলিশ পরিবারকে অনুদান

প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৯ জুন ২০১৬

দায়িত্ব পালনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিহত ও আহত সদস্যদের পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে। বুধবার সকালে এই অনুদান প্রদান করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এসময় কমিশনার কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী সদস্যদের ৫ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। আর্থিক অনুদানপ্রাপ্তরা হলেন- ডিএমপির এসআই ফজলুল হক তালুকদারের স্ত্রী শারমিন আক্তার, এএসআই ইদ্রিস আলীর স্ত্রী মোছাঃ আয়েশা আক্তার, কনস্টেবল জোলাস মিয়ার স্ত্রী সুমি আক্তার, কনস্টেবল মোশারফ হোসেনের স্ত্রী পারভীন ও পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. বেবী বেগম।

এছাড়াও নায়েক রফিকুল ইসলামের স্ত্রী রওশন আরা, নায়েক রফিকুল ইসলামের স্ত্রী রেকসানা পারভীন, কনস্টেবল জাহাঙ্গীর আলমের স্ত্রী পিয়ারা খাতুন এবং কনস্টেবল জাহাঙ্গীর আলমের পিতা মো. লস্কর মোল্লা ২ লাখ ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান গ্রহণ করেন।

কর্তব্যরত অবস্থায় গুরুতর আহত হওয়ায় কনস্টেবল শ্রী চন্দন কুমার দাস ও সার্জেন্ট মোঃ আসাদুল্লাহ আল গালিবকে  ১ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এছাড়াও ডিএমপি ট্রাফিক কল্যাণ ফান্ড থেকে চিকিৎসার জন্য ২২ জন পুলিশ সদস্যকে বিভিন্ন পরিমাণে মোট ১০ লাখ ৬৯ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এআর/এসকেডি/পিআর