মোহাম্মদপুরে ভোর রাতে বাসে আগুন
রাজধানীর মোহাম্মদপুরে ভোর সাড়ে ৪টার দিকে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোহাম্মদপুর শেরে বাংলানগর রোডে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ আলী। তিনি জানান, দুর্বৃত্তরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে, রোববার, সারাদিনে রাজধানীতে কমপক্ষে ২০টি যানবাহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের বক্তব্য অনুযায়ী, এ পর্যন্ত রাজধানীর ১৫টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।