ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খালেদার কার্যালয়ের সামনে ১১ ট্রাক

প্রকাশিত: ০২:৩১ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ফটকের ঠিক সামনে রোববার মধ্যরাতে এনে রাখা হয়েছে ৫টি ট্রাক। যার মধ্যে চারটি বালুভর্তি, একটি ইট এবং অন্যটি পাথরভর্তি। এ কার্যালয়েই শনিবার রাত থেকে ‘অবরুদ্ধ’ হয়ে আছেন বিএনপি চেয়ারপারসন।

রাত ১২টার দিকে ট্রাকগুলো কার্যালয়ের সামনে আনা হয়। এরপর ভোর ৫টার দিকে আরো ৬টি ট্রাক সেখানে আনা হয়। বর্তমানে সেখানে মোট ১১টি ট্রাক রয়েছে।

তবে কার নির্দেশে এই ট্রাকগুলো এখানে আনা হয়েছে, ট্রাকের চালক বা সেখানে অবস্থান নেয়া আইন-শৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা তা জানাতে পারেননি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ২৯ ডিসেম্বর একইভাবে খালেদা জিয়ার বাসভবনের দু’পাশে ছয়টি বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ওই সময়ে গুলশানের ৭৯ নম্বর রোডের ১ নম্বর ভবনের সামনে ট্রাক রাখা হয়, আর এবার ৮৬ নম্বর রোডের ৬ নম্বর ভবনের সামনে ট্রাকগুলো রাখা হয়েছে।