ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিতু হত্যা : দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৬ জুন ২০১৬

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশীদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য হাজির করা হয় তাদের। পরে রাত  ৯টার দিকে তাদের জবানবন্দি রেকর্ড প্রক্রিয়া সম্পন্ন হয়।
 
এর আগে বিকেল ৩টায় তাদেরকে আদালতে হাজির করা হলেও ৪টা থেকে শুরু হয় জবানবন্দি গ্রহণ । ইফতারের বিরতির পর রাত ৮টা পর্যন্ত মোতালেব ওরফে ওয়াসিম (২৮) এবং রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত আনোয়ার জবানবন্দি দেন।

সিএমপির ব্রিফিংয়ে ওয়াসিমই মিতুকে গুলি করে বলে জানিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার। তিনি বলেন, আনোয়ার ছিল তার ব্যাকআপ টিমের সদস্য। আনোয়ার পুরো ঘটনা রেকি করে।
 
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউসন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী  জবানবন্দি দেয়ার বিষয়টি নিশ্চিত করলেও জবানবন্দিতে তারা কী বলেছেন সেটি জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

জীবন মুছা/এসকেডি

আরও পড়ুন