ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জেলা ও উপজেলায় শিল্প এলাকা স্থাপিত হচ্ছে : শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২৬ জুন ২০১৬

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জেলা ও উপজেলা পর্যায়ে শিল্প এলাকা স্থাপিত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে জেলা ও উপজেলা মাস্টারপ্লানে কোন স্থানে শিক্ষা এলাকা স্থাপিত হবে তা চিহ্নিত করার বিষয়ে বিসিক থেকে ২০১৫ সালে ১৮ জুন জেলা প্রশাসকগণকে চিঠি দেয়া হয়েছে। জেলা প্রশাসকগণের কাছ থেকে এ বিষয়ে তথ্য পাওয়ার পর কার্যক্রম গ্রহণ করা হবে।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে খোরশেদ আরা হকের (মহিলা আসন-৫০) প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

খুলনা-২ আসনের মুহাম্মদ মিজানুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশেন (বিসিক) কর্তৃক দেশের সকল জেলায় সম্ভাব্যতা যাচাইপূর্বক শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত দেশের ৫৯টি জেলায় ৭৮টি শিল্পনগরী স্থাপিত হয়েছে। বাকী জেলাগুলোর মধ্যে ঝালকাঠি ও বরগুনা জেলায় শিল্পনগরী স্থাপনের কাজ চলছে। পরবর্তীতে বান্দরবান, মাগুড়া ও নড়াইল জেলায় সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে শিল্পনগরী স্থাপন করা হবে।

শ্রম ও কর্মসয়স্থান মন্ত্রণালয় শিল্প কারখানায় নিয়োজিত শ্রমিকদের কল্যাণে এ পর্যন্ত বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী।

এইচএস/আরএস/আরআইপি

আরও পড়ুন