বাবুল আক্তারের শ্বশুরের বাসার নিরাপত্তা জোরদার
দীর্ঘ সময় পর ডিবি কার্যালয় হতে শ্বশুরের বনশ্রীর বাসায় ফিরেছেন চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। তিনি বাসায় ফেরার পরপরই সে বাসার নিরাপত্তা ব্যাপক জোরদার করেছে পুলিশ।
বাবুল আক্তারের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, ৪টার কিছু পরপরই বাবুল বাসায় ফিরেছে। ডিসি ডিবি (ইস্ট ডিভিশন) মাহবুবুল আলমের গাড়িতে সে বাসায় ফেরে। এখন সে গোসল করে ঘুমাচ্ছে।
খিলগাঁও থানার এসআই শহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বাবুল আক্তারের বাসার সার্বিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন।
বাসায় ফেরার পর শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এসপি বাবুল আক্তার মুঠোফোনে সাংবাদিকদের জানান, তাকে গ্রেফতার করা হয়নি। তার স্ত্রী হত্যার মামলার তদন্তের বিষয়ে ‘আলোচনা করতে’ই তাকে ডেকে নেয়া হয়েছিল।
তিনি বলেন, আমাকে গ্রেফতার করা হয়নি। যারা তদন্ত করছেন, তারা বিভিন্ন বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন।
তবে তাকে কোথায় ডেকে নেয়া হয়েছিল সে বিষয়ে কিছুই জানাননি পুলিশের এ কর্মকর্তা।
বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)।
পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, শনিবার সকালে বাবুল আক্তারকে পুলিশ হেড কোয়ার্টার্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি আইজিপির সঙ্গে দেখা করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন।
কিন্তু কী বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
জেইউ/এসএইচএস/এবিএস