ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাগর-রুনি হত্যাকাণ্ড : ১৩ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিল

প্রকাশিত: ০৫:১৮ এএম, ২৯ জুন ২০১৪

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারও পিছালো। আগামী ১৩ আগস্ট প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ এ দিন ধার্য করেন। আজ রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় ১৩ আগস্ট দিন ধার্য করে আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যার অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন নওশের আলম রোমান।

এ মামলার তদন্ত করতে ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। এর পর ডিবির কাছ থেকে র‌্যাবের কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনির দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন।