ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আবেগে জাতীয় পতাকায় চুমো খেলেন মেয়র সাঈদ খোকন

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২২ জুন ২০১৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন মন্ত্রী পদমর্যাদা পাওয়ায় তার গাড়িতে সম্মানসূচক বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো হয়েছে। পতাকা লাগানোর পর গাড়িতে উঠতে গিয়ে আবেগাপ্লুত হয়ে জাতীয় পতাকায় চুম্বন করেন তিনি।

Sayed-Khokon

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লায়ন মো. আহসান নামের এক ব্যক্তি তার ফেসবুকে মেয়র সাঈদ খোকনকে জাতীয় পতাকায় চুম্বনরত অবস্থায় কয়েকটি স্থিরচিত্রে দেখা যায়। কোনটিতে তিনি হাসিমুখে জাতীয় পতাকা লাগানো গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন আবার কোনটিতে পতাকাটি হাত ধরে জড়িয়ে চুমো খাচ্ছেন। একটি ছবিতে তাকে বড় পতাকা দুই হাতে জড়িয়ে ধরে চুমো খেতেও দেখা যায়।

Sayed-Khokon

এর আগে মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদেরকে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রকেও একই পদমর্যাদা দেয়া হয়।

এমইউ/এসকেডি/এমএস