ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বনশ্রীতে দুই সন্তান হত্যা মামলায় মায়ের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১৬ জুন ২০১৬

রাজধানীর বনশ্রীতে দুই শিশু হত্যার মামলায় তাদের মা মাহফুজা মালেক জেসমিনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

ডিবির খিলগাঁও জোনাল টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. ইকবাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিকেলে এ অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তবে বিষয়টি আজই জানা গেছে। পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক অভিযোগপত্র দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মার্চ নিজের দুই সন্তান হত্যার অভিযোগ এনে জেসমিনের বিরুদ্ধে মামলা করা হয়।   

এরআগে চলতি বছরের গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কের ৯ নম্বর সাততলা বাড়ির চতুর্থ তলা থেকে ইশরাত জাহান অরণী (১৪) ও তার ভাই আলভী আমানকে (৬) অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর দুই শিশুর বাবা-মাসহ পরিবারের অনেকেই খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন।
 
এই ঘটনায় শিশুদের দাফন শেষে বাবা আমানুল্লাহ ও মা মাহফুজা মালেক জেসমিনকে র্যাব সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মাহফুজা সন্তান হত্যার কথা স্বীকার করেন।
 
জেইউ/এনএফ/পিআর

আরও পড়ুন