বাটা কোম্পানির কর্মকাণ্ডে ক্ষুব্ধ সংসদীয় কমিটি
বাটা সু কোম্পানির শ্রমিক ছাঁটাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া চীন থেকে নিম্নমানের জুতা কিনে দেশে বাজারজাত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়।
কমিটির সভাপতি মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, মো. ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ্বাস, মো. রুহুল আমিন এবং মো. রেজাউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে বাটা সু কোম্পানির শ্রমিক ছাঁটাই বিষয়ে ১নং উপ-কমিটির তদন্ত প্রতিবেদন বিষয়ে ও রানা প্লাজা দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের সর্বশেষ বিষয়ে ও এতদসংশ্লিষ্ট মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা হয়।
সাব-কমিটি বাটা সু কোম্পানির শ্রমিকদের মূল বেতন বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বাটার শ্রমিকদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে স্বার্থান্বেষী বহিরাগত পক্ষ ভয়ভীতি প্রদর্শন, যে আইনি কর্মকাণ্ড পরিচালনা করে বাটা সু কোম্পানির স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাব-কমিটি সুপারিশ করে।
অভিযোগকারীদের অভিযোগ প্রত্যাহার-পূর্বক বাটা কর্তৃপক্ষের সঙ্গে আপস-মীমাংসা সাপেক্ষে তাদের সকলের চাকরি পুনর্বহালের জন্য বাটা কর্তৃপক্ষকে পত্র প্রেরণের জন্য সাব-কমিটি সুপারিশ করে।
সাব-কমিটি বাটা সু কোম্পানির ফ্যাক্টরিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার জন্য প্রয়োজনীয় এলইডি লাইট ব্যবহার এবং ময়লা বা ধোঁয়া নির্গমনের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করে।
এইচএস/এএইচ/এমএস