অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ মাংস ব্যবসায়ীদের
গাবতলী গরুর হাটের ইজারাদারের অত্যাচার ও সরকারের শর্তভঙ্গে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ করেছে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি।
মানববন্ধনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তুজা বলেন, সরকারের শর্ত ভঙ্গ করে ও সিডিউলের শর্ত অমান্য করে একটি বাহিনীর দ্বারা ইজারাদার অতিরিক্ত খাজনা আদায় করছে।
তিনি বলেন, ভারতীয় গরু আসা বন্ধ, ট্যানারি স্থানান্তর না হওয়ায় চামড়া বিক্রি হচ্ছে না তার ওপর ইজারাদাররা জুলুম ও অত্যাচার করে অতিরিক্ত খাজনা আদায় করছে। তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলেই বিচারের নামে ১০ থেকে ১২ হাজার টাকা গুনতে হয় ।
তিনি আরও বলেন, ইজাদাররা নিজেদের গরুর হাটের সরকার মনে করে, নিজেরা যা ইচ্ছে তাই করছে। তাই এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম, কাজী আনোয়ার হোসেন, খলিলুর রহমান প্রমুখ।
এএস/একে/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ