ব্যবসায়ী-হকার সংঘর্ষে গুলিস্তান রণক্ষেত্র
রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ী ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হলে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এরআগে গতকালও এই এলাকায় সংঘর্ষ হয়েছে।
দুপুরে স্থানীয় ট্রেড সেন্টারের সামনের ফুটপাতের ব্যবসায়ীদের দোকান বসাতে বাধা দিলে দোকান মালিক কর্মচারীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পরিস্থিতির ভয়াবহ হতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে হয়। সংঘর্ষের কারণে গুলিস্থান ও আশেপাশের এলাকায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পল্টন থানার ওসি মসিউর রহমান জানান, সংঘর্ষে ডিসি আনোয়ার হোসেন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
দুপুর সোয়া ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ওই এলাকায় যান চলাচলও শুরু হয়।
পরে ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, জনগণের চলাচলের স্বার্থে গুলিস্তান এলাকায় হকার উচ্ছেদ করা হচ্ছে। এ কাজে যারা বাধা সৃষ্টি করেছে তাদের গ্রেফতার, মামলা ও বিচারের আওতায় আনা হবে।
পর্য়ায়ক্রমে রাজধানীর সব সড়ক হকারমুক্ত করা হবে বলেও জানিয়ে দেন তিনি।
এমইউ/এনএফ/পিআর