ফরমালিন নিয়ন্ত্রণে কাউকে ছাড় নয় : কামরুল ইসলাম
খাদ্যে ফরমালিন নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স প্রদ্ধতি গ্রহণ করেছে। সুতরাং এ ব্যাপারে সরকার কাউকে ছাড় দেবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সকালে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ফরমালিন ও খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, ফরমালিন নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে জিরো টলারেন্স পদ্ধতি গ্রহণ করেছেন। তাই ফরমালিন ব্যবহারকারী কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সম্প্রতি ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৪ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আমি মনে করি এ আইন একটি অত্যন্ত কার্যকরী আইন হিসেবে কাজ করবে। এ আইন সংসদে পাস হলে ফরমালিন নিয়ন্ত্রণ করা সহজ হবে। কারণ ফরমালিন আমদানি ও বিক্রিসহ বিভিন্ন বিষয় এ আইনের আওতাধীন।
সেমিনারে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দ্বীপন মোহাম্মদ নূরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. আলেয়া মাওয়া ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন প্রমুখ।