ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শেষ দিনে হজ নিবন্ধনের হিড়িক

প্রকাশিত: ১১:২৯ এএম, ০৮ জুন ২০১৬

চলতি বছর হজ গমনেচ্ছু প্রাক-নিবন্ধনকারীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া শেষ দিনে নিবন্ধনের হিড়িক পড়েছে। বুধবার দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনার মোট ৭৮ হাজারেরও বেশি হজ গমনেচ্ছু নিবন্ধনের কাজ শেষ করেছেন। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেন ৪ হাজার ৫৮৪ জন।

ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেষ দিনে যে গতিতে কাজ চলছে তাতে বেঁধে দেয়া নির্ধারিত সময় রাত ৮টার মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ওই কর্মকর্তা আরো জানান, রাত ৮টার মধ্যে নিবন্ধন সম্পন্নের কথা বলা হলেও কোন হজ গমনেচ্ছু নির্দিষ্ট সময়ের পরও টাকা জমা দিতে গেলে ব্যাংকগুলোকে তা নেয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। এ বছর সরকারি বেসরকারি মোট ২৩টি ব্যাংকের মাধ্যমে টাকা জমা নিয়ে হজের নিবন্ধন করা হচ্ছে।

চলতি বছর সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ বাংলাদেশিকে হজে যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বাকি ৯১ হাজারের বেশি বাংলাদেশির বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার কথা। বেসরকারি ব্যবস্থাপনায় হাজিদের দেখভালের জন্য সাড়ে ৩ হাজার কোটা সংরক্ষিত রয়েছে। সে হিসেবে ৮৮ হাজার ২০০ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন মোট ১ লাখ ৩৭ হাজার ৯১৪ জন।

এমইউ/এমএমজেড/পিআর

আরও পড়ুন