বাবুল আক্তারের স্ত্রী খুনের ঘটনায় মামলা
চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর খুনের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে নগরীর পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) ত্রিরতন বড়ূয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) কাজী মুত্তাকী ইবনু মিনান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রোববার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর মেরাদিয়া কবরস্থানে দাফন করা হয় মিতুর মরদেহ। এর আগে রোববার রাত ৯টা ৫৫ মিনিটে খিলগাঁওয়ের ভূইয়াপাড়াস্থ বাসা নং ২২০/এ বাসায় পৌঁছে চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর (৩২) মরদেহ।
এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে চারিদিকের পরিবেশ ভারী হয়ে উঠে। নিকটস্থ আত্মীয় স্বজন, স্বামী বাবুলের স্বজন ও সজ্জ্বন পুলিশ সদস্যরা বাসা আসেন।
এর আগে রোববার বিকেল সোয়া ৩টায় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। নিহতের বাবা মোশাররফ হোসেন চট্টগ্রাম গিয়ে মেয়ের মরদেহ ঢাকায় নিয়ে আসেন।
প্রসঙ্গত, রোববার ভোরে মাহমুদা খাতুনকে নগরীর ও.আর নিজাম রোডে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
জীবন মুছা/এআরএ/এসকেডি