ঢাকার বাসায় এসপি বাবুল আক্তারের স্ত্রীর মরদেহ
রাজধানীর খিলগাঁওয়ের বাসায় পৌঁছেছে চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর (৩২) মরদেহ। রোববার রাত ৯টা ৫৫ মিনিটে নিহতের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়ার (বাসা নং ২২০/এ) বাসায় নিয়ে আসা হয় তার মরদেহ।
এসময় সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে চারিদিকের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিকটস্থ আত্মীয় স্বজন, স্বামী বাবুলের স্বজন ও সজ্জ্বন পুলিশ সদস্যরা বাসা অবধি এসেছেন। সবাই চেষ্টা করছেন বাবুলকে সঙ্গ দেয়ার জন্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাত পৌনে ১১টায় জানাজা নামাজের কথা থাকলেও এখনো অনেক আত্মীয়- স্বজন উপস্থিত হতে পারেননি।
সেজন্য জানাজা নামাজে দেরি হচ্ছে। সাড়ে ১১টা নাগাদ দ্বিতীয় জানাজা নামাজ শেষে মেরাদিয়া কবর স্থানেই দাফন করা হবে মিতুকে।
এর আগে রোববার বিকেল সোয়া ৩টায় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। নিহতের বাবা মোশাররফ হোসেন চট্টগ্রাম গিয়ে মেয়ের মরদেহ ঢাকায় নিয়ে আসেন।
এসএইচএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ