ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাবুলকে দুর্বল করতে স্ত্রীকে হত্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৭:০৪ এএম, ০৫ জুন ২০১৬

জঙ্গি দমনে প্রশংসা কুড়ানো পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করতেই তার স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির ৮৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের এ ধারণার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।    

বাবুল আক্তারের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি একজন অভিজ্ঞ, নির্ভিক, সৎ, পরিশ্রমী পুলিশ অফিসার। জঙ্গি দমনে তার দক্ষতা প্রশংসনীয়।

জঙ্গিরা কোণঠাসা হয়ে বাবুলকে হত্যা করতে না পেরে তার স্ত্রীকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

রোববার সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুনকে (৩২) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ২০১৫ সালে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ব্যাপক প্রশংসিত হন তৎকালীন এডিসি বাবুল আক্তার।

এআর/এনএফ/এমএস

আরও পড়ুন