ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আদালতে সতর্কাবস্থা

প্রকাশিত: ০৪:০২ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রায়কে ঘিরে আদালত পাড়ায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা তৎপর রয়েছে।
 
সকালে হাই কোর্টসংলগ্ন এলাকা ঘুরে দেখা যায় ট্রাইব্যুনালের বিভিন্ন প্রবেশপথে রয়েছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। হাই কোর্ট এলাকায় প্রবেশকারীদের পরিচয়পত্র পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা তল্লাশির পর ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হচ্ছে।