ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিএসসিসি`র হোল্ডিং কাউন্ট-ডিজিটাল নাম্বার প্লেট স্থাপন শুরু

প্রকাশিত: ০৩:১০ পিএম, ২১ জুলাই ২০১৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ করপোরেশনের আওতাধীন সব ধরনের স্থাপনায় ডিজিটাল নাম্বার প্লেট স্থাপন এবং ডোর টু ডোর হোল্ডিং কাউন্ট কার্যক্রম শুরু করেছে।

সোমবার প্রশাসক মো. ইব্রাহীম হোসেন খান করপোরেশনের অঞ্চল-২ এর আওতাধীন ১নং ওয়ার্ডের ১নং রোডের ১৫১/২/২৬ নং হোল্ডিং ‘মাতৃকুঞ্জ’ বাড়ির মালিক সৈয়দা জাকিয়া আসমার হাতে ডিজিটাল নেমপ্লেট তুলে দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান, প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় প্রশাসক মো. ইব্রাহীম হোসেন খান ভয়-ভীতি ও সকল প্রলোভনের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে এই কর্মসূচিতে নগরবাসী ও গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।

তিনি বলেন, ডোর টু ডোর হোল্ডিং কাউন্ট ও ডিজিটাল নাম্বার প্লেট বসানো কার্যক্রম শেষ হলে সংস্থার রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং নগরবাসীকে আরো  বেশি উন্নত সেবা দেয়া সম্ভব হবে।