অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন কর্নেল তানভির হোসেন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন কর্নেল মো. তানভির হোসেন। সোমবার (২০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সেনাবাহিনীর কর্নেল মো. তানভির হোসেনকে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হলো। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে বিইউপির ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্সের ডিন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ শামছ্কে নিজ বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাহেদুল ইসলাম।
টিটি/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: নৌ-উপদেষ্টা
- ২ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ স্লোগানে উত্তাল শাহবাগ
- ৩ হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, শিক্ষার্থী-জনতার ঢল
- ৪ নিহতদের পরিবারকে দেড় লাখ, আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা সহায়তা
- ৫ চাঁদপুরের লঞ্চ দুর্ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি