সারাদেশেই বজ্রসহ বৃষ্টির আভাস
বুধবার দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। ঢাকায়ও বিকেল থেকে রাত পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। গতকাল সিলেট ছাড়া দেশের সব আবহাওয়া স্টেশনে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী কয়েকদিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা বৃদ্ধি কিংবা খুব বেশি কমার সম্ভাবনা নেই।
আরএএস/ইএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে ছিলেন তুরাগে, অবশেষে গ্রেফতার
- ২ বিয়ের আসরে নবদম্পতির প্রতিবাদী বার্তা ‘জাস্টিস ফর হাদি’
- ৩ গুলিস্তানে খদ্দর বাজার কমপ্লেক্সের ছাদে ছিল জায়নামাজ-টুপির গুদাম
- ৪ ইটভাটায় কনভেয়ার বেল্ট মেশিনে পড়ে প্রাণ গেলো শ্রমিকের
- ৫ গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে