শাহআলীতে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ৩
মিরপুরের শাহআলী ঈদগাহ মাঠ এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন
রাজধানীর মিরপুরের শাহআলী ঈদগাহ মাঠ এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি।
বুধবার (১৬ এপ্রিল) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
গোলাগুলিতে আহতরা হলেন- সাজ্জাদ হোসেন রাব্বি (২৫), মিরাজ ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
শফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরও দুজন আহত হয়েছেন।
- আরও পড়ুন
- সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
- আপনার ওপর আস্থা রাখতে চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি জানিয়ে তিনি বলেন, আমরা আহতদের বার বার অনুরোধ করেছি মামলা বা অভিযোগ করতে। তারা এখনো কোনো অভিযোগ বা মামলা করেননি। আশা করছি তারা দ্রুত সময়ের মধ্যে মামলা করবেন।
জানা গেছে, আহত সাজ্জাদের বাসা মিরপুর-১ নম্বর সেকশনের নিউ সি ব্লকে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। আহত মিরাজ ঢাকা উত্তর মহানগরীর যুবদলের সদস্যসচিব।
গতকাল মঙ্গলবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাজ্জাদের বন্ধু শান্ত জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সাজ্জাদসহ তারা তিন বন্ধু মিরপুর এক নম্বর সেকশনে ঈদগাহ মাঠের পাশে চায়ের দোকানে যাচ্ছিলেন। সেখানে দেখতে পান কিছু লোক জড়ো হয়ে গন্ডগোল করছেন। এরপর তারা এগিয়ে যাওয়ার সময় তার বন্ধুর গুলি লাগে।
কেআর/কেএসআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে ছিলেন তুরাগে, অবশেষে গ্রেফতার
- ২ বিয়ের আসরে নবদম্পতির প্রতিবাদী বার্তা ‘জাস্টিস ফর হাদি’
- ৩ গুলিস্তানে খদ্দর বাজার কমপ্লেক্সের ছাদে ছিল জায়নামাজ-টুপির গুদাম
- ৪ ইটভাটায় কনভেয়ার বেল্ট মেশিনে পড়ে প্রাণ গেলো শ্রমিকের
- ৫ গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে