ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ

রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার মালিকের সঙ্গে তর্কাতর্কি হয় ওই যুবকের।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন অজ্ঞাতপরিচয় যুবক
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, অভিযুক্ত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তাকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’।
ভিডিও আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার উপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।
বিজ্ঞাপন
গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাকা করতে পারবা না। এরপর যুবকটি সেখান থেকে চলে যান।
টিটি/এসএএইচ
বিজ্ঞাপন