চট্টগ্রামে জুতার গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

চট্টগ্রামে রিয়াজ উদ্দিন বাজারের জুতোর গোডাউনে লাগা আগুন আড়াই ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে রিয়াজ উদ্দিন বাজারের রহমান ম্যানসন নামে চার তলা মার্কেটের তৃতীয় তলায় এ আগুন লাগে। আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, রহমানস ম্যানসনের তিন তলার জুতোর গোডাউনে আগুন লেগেছে। রাত ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে। তবে ধোঁয়ার কারণে জুতোর মার্কেটটিতে প্রবেশে বেগ পেতে হচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এমডিআইএইচ/এসএএইচ
বিজ্ঞাপন