ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে দুই অটোরিকশার সংঘর্ষে রংমিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৪ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের আনোয়ারায় দুই অটোরিকশার সংঘর্ষে সালাউদ্দিন (৪৫) নামের এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বারখাইন শোলকাটা এলাকার লাবিবা ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। সালাউদ্দিন আনোয়ারার বরুমচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের থানাদার বাড়ির সোহাগ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন সালাউদ্দিন। পথে শোলকাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই সালাউদ্দিনের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, শোলকাটা এলাকা দুই অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনাটি শুনেছি, তবে কোনো অভিযোগ পাইনি।

এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস

বিজ্ঞাপন