মার্চ ফর গাজা উপলক্ষে মেট্রোরেলে ভিড়
মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছে। যে যেভাবে পারছেন অংশ নিচ্ছেন। বাস কিংবা মিনি ট্রাকের পাশাপাশি মেট্রোরেলেও ভিড় বেড়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মেট্রোরেলের প্রতিটি স্টেশনে শাহবাগমুখী যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। যাত্রীদের বেশিরভাগই যোগদান করবেন মার্চ ফর গাজার কর্মসূচিতে।

আব্দুর রহিম নামে এক যাত্রী বলেন, মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগদান করতে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছি। বাসে প্রচুর ভিড় এজন্য মেট্রোরেলে আসা। এখানে এসেও দেখছি একই অবস্থা। ভিড়ের কষ্ট গরমের মধ্যে বাস কিংবা গণপরিবহনে বসে অপেক্ষার চেয়ে কম নয়। তবে মেট্রোরেলে যানজট নেই এই একটা সুবিধা। ভিড়ের জন্য যত কষ্টই হোক, সেটি ২০ মিনিটের বেশি নয়।

জানা গেছে, শনিবার সকাল থেকেই বাসে, ট্রেনে লঞ্চে, মেট্রোরেলে এমনকি পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন মার্চ ফর গাজায় অংশ নিতে আসা লোকজন। এছাড়া বিভিন্ন মাধ্যমে শাহবাগ-সোহরাওয়ার্দীতে আসছে জনতা।
এসইউজে/এমআরএম/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে ছিলেন তুরাগে, অবশেষে গ্রেফতার
- ২ বিয়ের আসরে নবদম্পতির প্রতিবাদী বার্তা ‘জাস্টিস ফর হাদি’
- ৩ গুলিস্তানে খদ্দর বাজার কমপ্লেক্সের ছাদে ছিল জায়নামাজ-টুপির গুদাম
- ৪ ইটভাটায় কনভেয়ার বেল্ট মেশিনে পড়ে প্রাণ গেলো শ্রমিকের
- ৫ গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে