মোহাম্মদপুরে একদিনে গ্রেফতার ৭
রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।
এর আগে গতকাল শুক্রবার দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন
- পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’
- হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে: ফারুকী
মেহেদী হাসান বলেন, শুক্রবার মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে নারীসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- রহিম বাদশা (৩৫), মৃদুল (১৯), টুটুল (২৫), শান্ত (১৯), ফাহিম (১৭), রনি (২৫) ও রানা (৩০)।
এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৪ জন, মাদক মামলায় একজন, চুরির মামলায় একজন, চাঁদাবাজি মামলায় একজনসহ মোট ৭ জন রয়েছেন।
গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান।
কেআর/কেএসআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে ছিলেন তুরাগে, অবশেষে গ্রেফতার
- ২ বিয়ের আসরে নবদম্পতির প্রতিবাদী বার্তা ‘জাস্টিস ফর হাদি’
- ৩ গুলিস্তানে খদ্দর বাজার কমপ্লেক্সের ছাদে ছিল জায়নামাজ-টুপির গুদাম
- ৪ ইটভাটায় কনভেয়ার বেল্ট মেশিনে পড়ে প্রাণ গেলো শ্রমিকের
- ৫ গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে